শ্মশানে তৃনমূল সাংসদের মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে কুশপুতুলের দেহ সৎকার করে বিজেপি ASANSOL EXPRESS NEWS

কুলটি :মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে পুজো ছিন্নমস্তার । কুলটি বিধানসভার ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলো বিজেপি । এই পুজোয় কোন মদ মাংস নয় , পুজো হলো ফল , মিষ্টি দিয়েই । পুজোর শেষে সংলগ্ন শ্মশানে তৃনমূল সাংসদের কুশপুতুলের দেহ সৎকার করা হয় । বিজেপির কুলটি বিধানসভার আহ্বায়ক অভিজিৎ আচার্য জানান হিন্দু ধর্মের আচার আচরন জানেন না । বিজেপির এই কর্মসূচি কে আক্রমন করে তৃনমূল নেত্রী মালা মাজি বলেন , মহিলাদের অপমান করে ওরা আনন্দ পায় । ওদের লজ্জা লাগা উচিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!