BAPPA BANERJEE আসানসোল :21 শে জুলাই তৃনমুলের শহীদ দিবস উপলক্ষে আসানসোল উত্তর বিধানসভার ব্লক তৃনমুল পক্ষ থেকে BNR তৃনমুল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক , এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক , ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক , ব্লক সভাপতি উৎপল সিনহা , প্রবোধ রায় সহ উত্তর বিধান সভা অঞ্চলে নেতা নেত্রীরা , বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী নেতা নেতৃদের উদ্দেশ্যে বলেন মহিলা কর্মীদের জন্য বাসের ব্যবস্থা এবং ছাত্র কর্মীদের জন্য বাস ব্যবস্থা করা , দু বছর করোনা অতিমারীর জন্যে তৃনমুল কর্মীদের নিয়ে শহীদ দিবসে ভীড় করা যায়নি , তাই এই বছর আসানসোল থেকে ভারী মাত্রাতে তৃনমুল কর্মীদের নিয়ে যাওয়ার কথা বলেন। আরো বলেন ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন তাদের এলাকাতে ২১ জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়াল লিখন বাধ্যতামূলক ভাবে করতে হবে , এবং সাধারণ কর্মীদের ট্রেনে যাওয়ার জন্য বলেন ।
21 শে জুলাই কে সামনে রেখে তৃণমূলের BNR তৃনমুল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ASANSOL EXPRESS NEWS
