ট্রাক মালিকপক্ষ ও মিল মালিকপক্ষের বিবাদে জেরে প্রায় দুমাস ধরে পরিবহন বন্ধ কুলটির সীতারামপুর এফসিআই গোডাউনের। কর্মহীন এর আশঙ্কা ৩৫০ জন শ্রমিকের ASANSOL EXPRESS NEWS

BAPPA BANERJEE কুলটি :পূর্ব বর্ধমান জেলার রেশন দোকানে গেলো না পিডিএস এর অনাজ। আসানসোল সীতারামপুরের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন পিডিএস এর গম তুলতে আসা ট্রাকগুলিকে পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে দেয় বলে অভিযোগ।
পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিবিউটর এর সঙ্গে ভাড়া নিয়ে বিবাদের জেরেই শুরু হয়েছে এই গোলমাল।এই এসোসিয়েশনের পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব বলে অভিযোগ। যদি এই ভাবেই সমস্যা চলতে থাকে তাহলে পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষ তাদের প্রাপ্য পিডিএস এর গম পাবে না। প্রায় দুমাস যাবত চলছে এরকমই ঝামেলা। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বন্ধ হয়ে যেতে পারে সিতারামপুরের এফসিআই গোডাউন কর্মহীন হয়ে পড়বে ৩৫০ জন শ্রমিক।
তৃণমূল কংগ্রেসের নেতা অভিজিৎ ঘটক দাবি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের সরাসরি কোন যোগ নেই। বহু পুরনো এই ট্রাকের মালিক যারা রয়েছে তারা ভাড়া বৃদ্ধি করার কথা বলছেন। মিল মালিকপক্ষ ও ট্রাক মালিকপক্ষের মধ্যে আলোচনা হয়েছে ভাড়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে সমস্যা মিটেছে আগামী সোমবার থেকে পরিবহনে কাজ শুরু হবে।

ইতিমধ্যেই দুই জেলার জেলাশাসক পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সমস্ত বিষয় জানিয়ে চিঠি দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিবিউটাররা বলে জানা গেছে। এই টানা পড়েন চলতে থাকলে সিতারামপুর এফসিআই গোডাউন বন্ধ হয়ে যেতে পারে এটা যেমন একদিকে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষ এই মাসে তাদের প্রাপ্য গম কিভাবে পাবে সেই প্রশ্নঈ উঠছে। আর এই জিনিস চলতে থাকলে সীতারামপুর গোডাউনে কর্তব্যরত প্রায় ৩৫০ শ্রমিক ও ট্রাক মালিকেরা বেকার হয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!