BAPPA BANERJEE আসানসোল :শিশু মৃত্যু কে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর চালায় মৃতের পরিবার বলে অভিযোগ। জানা গেছে তিন বছরের এক শিশু এর আগেও হাসপাতালে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে বাড়ি যায়। বাড়িতে ঔষধ খাওআনোর পর শিশুটি অচৈতন্য হয়ে পড়লে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখনই পরিবারের সদস্যরা উত্তজিত হয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাবার পাশাপাশি ভাঙচুর চালায় বলে অভিযোগ। বুধা মোড়ের চমন তলার বাসিন্দা বলে জানা গেছে।
শিশু মৃত্যু কে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুর ASANSOL EXPRESS NEWS
