BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে অবৈধভাবে সরকারি জমি পতিত জমি ও অন্যের জমি প্রশাসনের নাকের ডগায় বিক্রি করছে তৃণমূলের এক শ্রেণীর জমি মাফিয়া, এমনই দাবি করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার দুপুর তিনি এগারা অঞ্চলের বেশ কিছু অসহায় অবস্থায় থাকা বাড়ি ঘরের বাসিন্দাদের ত্রিপল বিলির কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, সেই কর্মসূচির মাঝেই তিনি এলাকার জমি মাফিয়াদের নিয়ে সংবাদ মাধ্যমের কাছে সরব হয়ে কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে নানান মন্তব্য করেন বিধায়িকা। তার দাবি জমি সংক্রান্ত কারচুপিই হোক, আর অন্য কোন সমস্যায় হোক যেকোনো সমস্যা নিয়েই জেলা শাসকের কাছে অভিযোগ জানালে মেলেনা কোন সদুত্তর।যদি এর কোন ব্যবস্থা না হয় তাহলে আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব এবং আদালতে আরটিআই করব তাদের নামে। উল্লেখ্য গত কয়েকদিন আগেই এক ব্যক্তির বাড়িতে জমি সংক্রান্ত কারচুপির কারণে তদন্তে এসেছিলেন সিআইডির বিশেষ টিম তারপরেই অগ্নিমিত্রার এই মন্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
এগারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্থানে অবৈধভাবে জমি প্রশাসনের নাকের ডগায় বিক্রি করছে তৃণমূলের এক শ্রেণী
