BAPPA BANERJEE রানীগঞ্জ :দক্ষিণবঙ্গ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সংক্ষেপে ফসবিকির পক্ষ থেকে সোমবার রানীগঞ্জের মঙ্গলপুর এলাকায় অবস্থিত কার্যালয় কেন্দ্র সরকারের প্যাকেজিং ব্র্যান্ড ও নন প্যাকেজিং ব্র্যান্ড ডে খাদ্য সামগ্রী ওপর যে পাঁচ শতাংশ জিএসটি লাগু করার কথা জানানো হচ্ছে। সেই জিএসটি প্রত্যাহারের দাবিতে এবার সরব হল ব্যবসায়িক সংগঠনের সদস্যরা। তারা বিষয়ে আন্দোলন গড়ে তোলার রূপরেখা তৈরি করতে এলাকার ১১ টি চেম্বার অফ কমার্সের সদস্যরাদের নিয়ে হাজির হলেন বৈঠকে ।এদিন তারা দাবি করেন শ্রীলংকার মতোই পরিস্থিতি সৃষ্টি হতে পারে ভারতে। পাচ শতাংশ জিএসটি লাগু করলে খাদ্য সামগ্রির ওপরও দাম বাড়বে, সমস্ত মানুষই প্রভাবিত হবে। এমনিতেই বর্তমান সময়ে মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস অবস্থা, তার উপর এভাবেই পাঁচ শতাংশ জিএসটি লাগু করলে তা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটা অসুবিধের বিষয় হয়ে দাঁড়াবে এর দ্বারা ব্যবসায়ীরা যেমনভাবে প্রভাবিত হবে তার সাথে সাধারণ মানুষও প্রভাবিত হবে সমান তালে। এ বিষয়ের প্রেক্ষিতে আগামী 14 জুলাই তারা সঙ্ঘবদ্ধভাবে প্রাথমিক স্তরে এই রূপ জিএসটির লাগু করার আগেই তা প্রত্যাহারের দাবি জানাবেন। যা প্রাথমিক পর্যায়ে জেলা শাসকের ডেপুটেশন কর্মসূচি দিয়েই শুরু হবে বলেই জানিয়েছেন ফসবিকি র সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান।
জিএসটি প্রত্যাহারের দাবিতে ফসবিকি ASANSOL EXPRESS NEWS
