BAPPA BANERJEE :কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় ইলেকট্রিক কেবেল চুরির দায় 10 জন অস্থায়ী কর্মীদের উপর অভিযোগ দেওয়া হয়েছে।প্রতিবাদে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার বাইরে বিক্ষোভ দেখালো অস্থায়ী কর্মীরা।মঙ্গলবার এই বিক্ষোবের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।এই ঘটনা প্রসঙ্গে কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার অস্থায়ী কর্মীরা বলেন কারখানা থেকে ইলেকট্রিক কেবেল চুরি হয়েছিল।সেই চুরির দায় ইলেকট্রিক বিভিগের 10 জন অস্থায়ী কর্মীদের উপর দেওয়া হয়েছে বলে অভিযোগ ।এমনকি পুলিশ দ্বারা তাদেরকে হেনস্থা করা হয়েছে।তারই প্রতিবাদে এই বিক্ষোভ দেখানো হয়েছে।তাদের দাবি অবিলম্বে এই মিথ্যা চুরির অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং ম্যানেজমেন্টকে ক্ষমা চাইতে হবে।
চুরির মিথ্যা অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে, প্রতিবাদে সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সামনে বিক্ষোভ ASANSOL EXPRESS NEWS
