BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী মোড় থেকে বিভিন্ন ব্যানার পোস্টার সহযোগে একুশে জুলাই এর সমর্থনে এক মহামিছিল করে রানীগঞ্জের রাজপথ, ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জ বাজার এলাকার বিস্তীর্ণ অংশে প্রচার চালানো হলো প্রচার মিছিল এর মাধ্যমে। এদিনে এই প্রচার মিছিলের নেতৃত্ব দেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, এই দিনের মিছিলে একুশে জুলাই এর দিনটিকে স্মরণ করে সেই দিনের যুবকদের গুলি করে হত্যা করার বিষয়গুলি জনসমক্ষে তুলে ধরেন বিধায়ক। এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রানীগঞ্জ শহর সভাপতি রূপেশ যাদব ও বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরদের বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায়। পাশাপাশি তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের সাথে অসংখ্য মহিলা পুরুষ অংশ নেয় এই প্রচার মিছিলে। যা রানীগঞ্জ বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
২১ জুলাই কে সামনে রেখে রানীগঞ্জ শহরে তৃণমূলের ঐতিহাসিক মিছিল ASANSOL EXPRESS NEWS
