খাদ্য সামগ্রী ওপর জি এস টি আরোপের প্রতিবাদে দক্ষিণবঙ্গ বাণিজ্যিক সংস্থা ফসবিকির পক্ষ থেকে বিক্ষোভ ASANSOL EXPRESS NEWS

BAPPA BANERJEE রানীগঞ্জ :খাদ্য সামগ্রী ওপর জি এস টি আরোপের প্রতিবাদে দক্ষিণবঙ্গ বাণিজ্যিক সংস্থা ফসবিকির পক্ষ থেকে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক দপ্তরে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে একদল সদস্য চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খৈতান এর নেতৃত্বে যোগদান করতে যান, এ বিষয়ে প্রেক্ষিতেই তারা এদিন দুপুরে রানীগঞ্জের বণিক সংগঠন চেম্বার অফ কমার্সের দপ্তরের বাইরে তাদের দাবিদাওয়া গুলি জনসমক্ষে তুলে ধরে দাবি করেন কেন্দ্রের মোদি সরকার অমৃত মহোৎসবের বছরেই ব্যবসায়ীদের নতুন দিক নিয়ে উৎসাহিত না করে, তাদেরকে দমন পিড়নের নীতি গ্রহণ করতে চাইছেন যার ফলে বৃহৎ সংস্থা দ্বারা ছোট ছোট ব্যবসায়ীরা বিশেষ করে খাদ্যদ্রব্য প্যাকেজিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবেন। একইভাবে সাধারণ মানুষের ওপর চাপবে নতুন মুদ্রাস্ফীতির । এমনিতেই করোনার সময়ে ব্যাপক দুর্ভোগকে পড়তে হয়েছে মানুষদের, তারপর নতুন করে এরূপভাবে জিএসটি লাগু করায় মানুষ আরো অসহায় হয়ে পড়বে বলেই দাবি করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!