BAPPA BANERJEE জামুড়িয়া :বৃহস্পতিবার রানীগঞ্জের কুনুস্তড়িয়া এরিয়া এলাকার কলিয়েরিতে সি এম এস আই,সিটু, সংগঠনের পক্ষ থেকে এক ধরনা প্রদর্শনের আয়োজন করা হয়। যেখানে এদিন ইসিএল, বিসিসিএল বাঁচাও, কোল ইন্ডিয়া বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে তারা দাবি করেন, বিসিসিএল, ইসিএল, ও সি এম পি ডি আই এল কে কোল ইন্ডিয়া থেকে আলাদা করার চক্রান্ত বন্ধ করতে হবে। সিএমপিডিআইএল ও বিসিসিএল এর ২৫ শতাংশ শেয়ার বিক্রির প্রস্তাব প্রত্যাহার করতে হবে, ১৬০ টি কয়লা খনিকে ব্যক্তিগত মালিকদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে ও ঠিকা শ্রমিকদের হাই পাওয়ার কমিটির বেতন প্রদান করতে হবে, তারা জানিয়েদেন কোল ইন্ডিয়া এ বিষয়ে টালবাহানা করলে, বা ব্যবস্থা গ্রহণ না করলে, তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে পথে যাবেন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন যে বিসিসিআই সদস্য সুজিত ভট্টাচার্য, জেবিসিসিআইয়ের জয়েন্ট সেক্রেটারি জে পি শ্রীবাস্তব, গৌরাঙ্গ চ্যাটার্জী, মনোজ দত্ত, এমডি কালিমুদ্দিন প্রমূখ।