রাস্তার ওপরই সার্কাস দেখিয়ে তাক লাগাচ্ছে একদল পরিযায়ী সদস্য ASANSOL EXPRESS NEWS

BAPPA BANERJEE রানীগঞ্জ :কয়েকদিন আগেই রথের মেলা পার হয়েছে, আর তারপরই রানীগঞ্জের রাস্তার ওপরই সার্কাস দেখিয়ে তাক লাগাচ্ছে একদল পরিযায়ী সদস্য। রাস্তার ধারে রোপ ব্যালান্সিং এর খেলায় নজর কেড়েছে দর্শকদের। ছোট্ট এক মেয়ে বিলাসপুরের ছত্রিশগড়ের বাসিন্দা ওই বছর বারোর বালিকা দীর্ঘক্ষণ এক রশির মধ্যেই নানার রকম কর্তব কসরত দেখিয়ে মন জয় করে নিচ্ছে পথ চলতি সাধারণ মানুষের। বৃহস্পতিবার এমনই বিষয় লক্ষ্য করা গেল রানীগঞ্জের বেশ কয়েকটি এলাকাতে ই বারে বারে ওই বালিকা বিভিন্ন প্রান্তে পাতলা দড়ির মধ্যে কখনো সাইকেলের রিং নিয়ে কখনো বা প্লেটের ওপর দীর্ঘ একটা সময় ধরে মাথায় কলস নিয়ে ব্যালেন্সিং এর খেলা দেখিয়ে তাক লাগালেন সকলকে। আর রাস্তার এই সার্কাস দেখে অনেকেই বাহবা দিলেন ওই বালিকাকে, অনেক মানুষই পকেট থেকে নগদ অর্থ দিয়ে দিলেন দান পাত্রে। না হাত ফেলে ভিক্ষে চায়নি তারা চেয়েছে শুধুমাত্র দেখিয়ে মানুষের মনোরঞ্জন করতে। ছোট্ট বালিকার একটাই দাবি ভয় পাই না সে, মায়ের নজরদারিতেই নানান কর্তব্য দেখায়, পড়াশুনোর বালাই না রেখে টাকা অর্জন যে তার মূল লক্ষ্য। ওই বালিকাকে পড়াশোনা না করার কারণ জানতে চাইলে জানিয়ে দিলেন পেট যে বড় বালাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!