আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাইপাস চাপ্তড়িয়া দু-নম্বর জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাগনিজ পাথর বোঝাই লরি।লরিতে থাকা খালাসি জানান যে লরিটি হলদিয়া থেকে ম্যাগ নিজ পাথর বোঝাই করে গিরিডি নিয়ে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনা।অল্পের জন্য রক্ষা পাই লরির চালক ও খালাসি।যদিও খালাসি জানান যে চালকের একটু শরীরে চোট পাই তবে সেই রমক আঘাত কারো লাগেনি।হটাৎ করে একটি মোটর সাইকেল লরির সামনে চলে এলে মোটর সাইকেলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরি।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ম্যাগনিজ পাথর বোঝাই লরি,অল্পের জন্য রক্ষাপাই চালক ও খালাসি:- কুলটি
