BAPPA BANERJEE রানীগঞ্জ :সামাজিক লৌকিকতার বিরুদ্ধে বিজ্ঞানমনস্কতার পরিচয় দিলেন মলয় ভট্টাচার্য। উনি তাঁর মা প্রয়াত কল্যাণী দেবীর শ্রাদ্ধানুষ্ঠান না করে বৃহস্পতিবার সিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্নভোজন এর আয়োজন করে নজির তৈরি করলেন । কল্যাণী দেবীর মরণোত্তর অঙ্গদান করা হয়েছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্য সেনগুপ্ত জানান, বিষয়টি উনার প্রগতিশীল মননের পরিচয় দেওয়ার সাথে সাথে কুসংস্কার বিরোধী বিজ্ঞানমনস্ক প্রভাব ছাত্রছাত্রীদের প্রভাবিত করবে।এলাকার সমাজকর্মী সঞ্জয় পরামানিক প্রায়াত কল্যাণী ভট্টাচার্যের পরিবারকে সাধুবাদ জানিয়ে বলেন বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তুলতে সকলকেই এগিয়ে আসা প্রয়োজন। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়াত কল্যাণী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
মায়ের শ্রাদ্ধানুষ্ঠান না করে সিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্নভোজন আয়োজন করে নজির তৈরি করলেন
