BAPPA BANERJEE জামুড়িয়া :শুক্রবার শ্রীপুর এলাকার একটি বেসরকারি হোটেলে এডিসিপি পক্ষ থেকে জামুরিয়া থানা পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেসলে ইন্ডিয়া এবং জেসিআইও এই অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে বিনামূল্যে রেশন বিতরণ করা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানে চারা বিতরণ করা হয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ডি কুলদীপ এসএস। এছাড়াও জামুরিয়া থানার ওসি রাহুল দেব মন্ডল, শ্রীপুর ফাঁড়ি আইসি শেখ রিয়াজউদ্দিন এসিপি সেন্ট্রাল থেকে শ্রীমন্ত ব্যানার্জী, সুশান্ত চ্যাটার্জি, এমআইসি সুব্রত অফিসার সহ জামুড়িয়া থানার শ্রীপুর ফান্ডি জামুরিয়া ট্রাফিকের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। নেসলে ইন্ডিয়ার তরফে সঞ্জীব সিং যেমন উপস্থিত ছিলেন তেমনি রাকেশ আগরওয়ালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এখানে সাইবার সেলের কর্মকর্তারা জনগণকে সাইবার অপরাধ এড়াতে পরামর্শ দেন। একই সঙ্গে জামুরিয়া ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জনগণকে ট্রাফিক নিয়ম সম্পর্কে অবহিত করেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলার নির্দেশ দেন। অনুষ্ঠান চলাকালীন ডিসি সেন্ট্রাল ডাঃ কুলদীপ এসএস সাইবার ক্রাইম ট্রাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি বাল্যবিবাহ সম্পর্কে জনগণকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেন, ডাঃ কুলদীপ এসএস বলেন যে এটি একেবারেই করবেন না, যাতে আগামী সময়ে সেই মেয়ের জীবনে পরিবর্তন আসবে।সব ধরনের সমস্যা আসতে পারে। তিনি বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতী নামে একটি প্রকল্প চালাচ্ছে, যার অধীনে এই ধরনের সামাজিক কাজ করা হচ্ছে। এর পাশাপাশি জামুরিয়া থানা পুলিশের প্রচেষ্টায় যাদের মোবাইল চুরি বা হারিয়ে গেছে, তাদের মোবাইলগুলো উদ্ধার করে তাদের আসল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।