BAPPA BANERJEE রানীগঞ্জ :স্বামীর মৃত্যুর দু দুটি বছর কেটে গেছে আর করোনাকালে সেই মৃত্যুর পর ইসিএলে কর্মরত স্বামীর পোষর চাকরির দাবিতে এবার সাত গ্রাম এরিয়ার মহাপ্রবন্ধকের কার্যালয়ে দীর্ঘ কয়েক ঘন্টা ধরনাই বসে অনশন চালিয়ে গেলেন মৃত খনি কর্মীর স্ত্রী ও তার মেয়ে। জানা গেছে মৃত ওই খনি কর্মী বিনয় কুমার মিশ্র নিমচা কোলিয়ারিতে টিম্বার মিস্ত্রির পদে কাজ করতেন। রানিগঞ্জের আমকোলার বাসিন্দা ছিলেন তিনি ২০২০ সালের ১২ই মার্চ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এরপর তার স্ত্রী অনিতা মিশ্র স্বামীর চাকরির পরিবর্তে কাজ দেওয়ার জন্য খনি কর্তৃপক্ষকে জানালেও তার সৎ শাশুড়ি কোর্টে মামলা করায় তাদের ওই চাকরির বিষয়টি নিষ্পত্তি হয়নি। এ বিষয়ের প্রেক্ষিতেই এবার মৃত খনি কর্মী স্ত্রী ও তার মেয়ে অনশনে বসে। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টিকে নিয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন তারা।
ইসিএলে কর্মরত স্বামীর পোষর চাকরির দাবিতে এবার সাত গ্রাম এরিয়ার অফিসে স্ত্রী ও তার মেয়ে অনশনে
