২১ শে জুলাইয়ে শহীদ সমাবেশ / রানিগঞ্জে নিমচা কে কে এস সি ও তৃনমুল কংগ্রেসের মহা মিছিল ASANSOL EXPRESS NEWS

BAPPA BANERJEE রানিগঞ্জ, ২০ জুলাইঃ ২১ জুলাইয়ের শহীদ সমাবেশকে সামনে রেখে কে কে এস সি বা কয়লা খাদান শ্রমিক কংগ্রেসে ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানিগঞ্জে নিমচা কোলিয়ারিতে মহা মিছিল আয়োজন করা হয়। এই মিছিল নিমচা কোলিয়ারি এলাকায় পরিক্রমা করে। এই মিছিলে এলাকার মহিলা থেকে যুব সংখ্যালঘু থেকে বিপুল সংখ্যক মানুষ এই মিছিল অংশগ্রহণ করে। এই মিছিলে উপস্থিত ছিলেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, কে কে এস সির সভাপতি অর্জুন সিং, কে কে এস সির সেক্রেটারি শিবু যাদব, গ্রামীণ সহ-সভাপতি সৌরভ হাড়ি, তিরাট পঞ্চায়েত সদস্য বিকাশ সিং, শেরু খান, মন্টু সোরেন, পারভেজ খান সহ অনেকে এই মিছিলে অংশগ্রহণ করেন। রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া জানান, এই মিছিলের উদ্দেশ্য ১৩ জন শহীদ কে স্মরণ করা পাশাপাশি ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ সমাবেশ অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে ও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করাই হচ্ছে আমাদের লক্ষ্য । দু’বছর ধরে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ করোনার জন্যে ২১ শে জুলাই খোলা মঞ্চে হয়নি। ভার্চুয়ালের মাধ্যমে গত দু বছর ২১ জুলাই পালন করা হয়। এবার দু’বছর পর কলকাতায় ধর্মতলায় খোলা মঞ্চে শহীদ দিবস পালন করা হবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় ধর্মতলায় যাওয়া শুরু করেছে। এবার ধর্মতলায় বিভিন্ন এলাকার মানুষ ও তৃণমূল কর্মীরা এই শহীদ দিবসে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে এই সমাবেশে বলে আশা করা যাচ্ছে। তিনি আরো বলেন, আসানসোল দক্ষিণ রানীগঞ্জ গ্রামীণ তিরাট,জেমারি, নিমচা, চাপুই,জে কে নগর, এগারা, বাঁশরা , রতিবাটি অঞ্চল থেকে প্রায় ১৩ হাজার থেকে ১৪ হাজার মানুষ কাল ধর্মতলায় উপস্থিত হবেন । সেই রকমই চিত্র ধরা পরল রানিগঞ্জের তিরাট পঞ্চায়েতের নিমচা কোলিয়ারিতে।
কলকাতা ধর্মতলা থেকে ২১ জুলাই শহীদ সমাবেশ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ এ লোকসভা নির্বাচনে কি বার্তা দেয় সেই দিকেই নজর তৃণমূল নেতা থেকে কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!