তৃণমূল ছাত্র পরিষদের দপ্তর ভাঙ্গার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কলেজ চত্বরে

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভলিটিয়া কলেজের ছাত্র সংসদদের কার্যালয়ের ভেতর তৃণমূল ছাত্র পরিষদের দপ্তর ভাঙ্গার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কলেজ চত্বরে। মঙ্গলবার কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের দুই দল সদস্য গোষ্ঠী সংঘর্ষে জড়ানোর পর ছাত্র সংসদের ব্লক সভাপতি রেহান সাকিব সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। আর বুধবার এই ঘটনায় আসানসোল জেলা আদালতে তাদের তোলা হলে, বিচারক তাদের জামিনে মুক্তি দেন। এই ঘটনার খবর চাউড় হওয়ার সাথে সাথেই ত্রিবেণী দেবী ভলেন্টিয়ার কলেজের ছাত্র সংসদের ভেতর থাকা ছাত্র পরিষদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । যদিও এ বিষয়ে এই ভাঙচুরের পর কাউকেই কলেজ চত্বরে লক্ষ্য করা যায়নি। সেই অংশেই থাকা নিরাপত্তা রক্ষী জানিয়েছেন তার কলেজগেটে নিরাপত্তার দায়িত্ব রয়েছে, তাই তিনি ছাত্র পরিষদ দপ্তরে কি হয়েছেন সে বিষয়টা জানেন না। তার দাবি দুটি ছেলে আচঙ্কায় পৌঁছালে কিছু ভাঙচুরের আওয়াজ হতেই তারা গাড়ি নিয়ে চম্পট দেয়, এর থেকে বেশি কিছুই সে দেখেনি বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!