BAPPA BANERJEE RANIGANJ ২১ জুলাইঃ রাজ্য সরকার ” উৎকর্ষ বাংলা ” প্রকল্পের মাধ্যমে বাংলার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। মুলতঃ শিল্পক্ষেত্রে কাজ দেওয়ায় জন্য ছেলেমেয়েদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জে মঙ্গলপুর শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় একটি ” উৎকর্ষ বাংলা কেন্দ্র” চালু করা হলো। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সেই কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ। ছিলেন অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সঞ্জয় পাল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে জেলাশাসক বলেন, রানিগঞ্জে মঙ্গলপুর শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় এই কেন্দ্র চালু করা হলো। এই কেন্দ্রে ২০ জন ছেলেমেয়েকে ফিটারের প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে জামুড়িয়ায় একটা কোর্স চালু করা হয়েছে। তিনি আরো বলেন, এই রানিগঞ্জ শিল্প তালুকে অন্য কারখানাগুলির সঙ্গে ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে একটি বৈঠক করা হয়েছে। অন্য কারখানাগুলি এই উৎকর্ষ বাংলা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। আশা করি, তারাও কেন্দ্র করবে।
প্রসঙ্গতঃ ২০১৬ সালে এই উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয়।
রানিগঞ্জ শিল্প তালুকে “উৎকর্ষ বাংলা কেন্দ্রে”র উদ্বোধনে জেলাশাসক ASANSOL EXPRESS NEWS
