BAPPA BANERJEE RANIGANJ বৃহস্পতিবার, এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ভারতের 15 তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্রিমিত্রা পাল রাণীগঞ্জের বাঁশড়া এলাকায় আদিবাসী পাড়াতে আদিবাসী সম্প্রদায় মানুষদের সঙ্গে নৃত্যে তালে তাল মিলান এবং মিষ্টি বিতরণ করেন সঙ্গে তাদের সঙ্গে কিছুক্ষন আড্ডাও মারেন। তিনি বলেন যে আপনার যদি আবেগ থাকে তবে আপনি যে কোনও কিছু অর্জন করতে পারেন।তিনি বলেন যে দ্রৌপদী মুর্মু উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি খুব পিছিয়ে পড়া গ্রাম থেকে এসেছেন। তাঁর বাবার এত শক্তি ছিল না যে দ্রৌপদীকে সপ্তম ক্লাসের বেশি পড়াতে পারেন। কিন্তু এক মন্ত্রী সেখানে সফরে আসেন। তিনি সেই মন্ত্রীকে তাঁকে আরও পড়াতে অনুরোধ করেন। মন্ত্রীর প্রচেষ্টায় তিনি শুধু উচ্চশিক্ষাই পাননি পরবর্তীতে তিনি শিক্ষিকা হন এবং ধীরে ধীরে তিনি খুব জনপ্রিয় হয়ে ওঠেন । এরপর সেই মন্ত্রীর অনুপ্রেরণায় তিনি রাজনীতিতে আসেন এবং প্রথম .কাউন্সিলর হন তারপর একজন বিধায়ক তারপরে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হন । আজ তিনি ভারতে প্রথম জন জাতী দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন । তিনি বলেন যে তাঁর ব্যক্তিগত জীবন অসুবিধায় কেটেছে । তিনি তার ছেলে এবং স্বামী উভয়কেই হারিয়েছেন । আজ তিনি বেঁচে আছেন শুধুমাত্র তার মেয়ের মুখ চেয়ে। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি এবং জীবনে আসা প্রতিটি প্রতিকূলতাকে পরাজিত করে তিনি আজ দেশের রাষ্ট্রপতি হয়েছেন, যা এদেশের নারী ও নিপীড়িত মানুষের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা যুব মোর্চার সম্পাদক অভীক কুমার মণ্ডল, মণ্ডল সভাপতি পরিমল মাঝি আসানসোল দক্ষিণ বিধানসভার স্পিকার শম্পা চ্যাটার্জি এবং অন্যান্য বিজেপি কর্মীরা ।
দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়ায় অগ্রিমিত্রা পাল বললেন আজ ঐতিহাসিক দিন
