জামুরিয়া :শুক্রবার জামুরিয়া থানার চাঁদা গ্রামের বাসিন্দারা বানরের আতঙ্কে বিরক্ত হয়ে জামুরিয়া চাঁদা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।শিশুদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে, কাজে যেতে হলে, তখন আমাদের হাতে লাঠি-সাঠি নিয়ে বের হতে হয়, প্রশাসনের কাছে বারবার অনুনয়-বিনয় করেও প্রশাসন বানর ধরতে ব্যর্থ । এখানে স্থানীয় বনদপ্তর কর্মীদের দিয়ে তাদের বানর ধরতে পাঠানো হচ্ছে। তাদের কাছে সঠিক প্রশিক্ষণ নেই যে কারণে বারবার বানর ধরতে ব্যর্থ হচ্ছেন, তার খেসারত সহ্য করতে হচ্ছে সাধারণ মানুষকে, এখন পর্যন্ত শতাধিক মানুষকে কামড়েছে বানরটি, চিকিৎসাধীন রয়েছে বহু মানুষ, আজ এভাবেই বানর না ধরা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ থেকে উঠবো না।ঘটনাস্থলে শ্রীপুর ফাড়ি পৌঁছে তাদেরকে আশ্বাস দিলে ওরা পথ অবরোধ উঠিয়ে নেয়।
চাঁদা গ্রামের বাসিন্দারা বানরের আতঙ্কে বিরক্ত হয়ে জামুরিয়া চাঁদা সড়ক অবরোধ ASANSOL EXPRESS NEWS
