BAPPA BANERJEE রানীগঞ্জ :দীর্ঘদিন ধরেই সমাজসেবায় ব্রতী থেকে সামাজিক কাজের একটা বৃহৎতালিকা তৈরি করে সমাজের বুকে নজির গড়েছে মারওয়ারি যুব মঞ্চর রানীগঞ্জ শাখা। ইতিমধ্যেই তারা ক্যান্সার ডিটেকশন ক্যাম্প থেকে শুরু করে সমাজসেবা এবং সমাজের বিভিন্ন উপকারে নানান ভাবে উদ্যোগ নিয়েছেন। করোনা মহামারীর কালে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে খাবার থেকে শুরু ওষুধপত্র ও তাদের ব্যবহার্য সামগ্রী বিনামূল্যে প্রদান করেছেন তারা। এবার সেই মাড়োয়ারি যুব মঞ্চর রানীগঞ্জ শাখা ও রামকুমার খৈতান ট্রাস্টের পক্ষ থেকে প্রয়াত প্রবীণ সদস্যদের স্মৃতিতে কৃত্রিম হাত ও পা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে রানীগঞ্জের সীতা রামজি ভবন প্রাঙ্গনে। আগামী ২৬ শে জুলাই থেকে এখানেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনের কৃত্রিম হাত ও পা প্রত্যার্পণ করা ও ক্যালিপার্স প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা নিতে এসে, তারা তিন দিনধরে বিনামূল্যে চিকিৎসা করানোর সাথেই নিখরচায় থাকতে খেতেও পারবেন। আগামী দু’বছর পর ফের কৃত্রিমঅঙ্গ প্রদান করার উদ্যোগ তারা নেবেন বলে জানিয়েছেন। একই সাথে এদিন অসহায় পড়ুয়া যারা রয়েছেন তাদের সহায়তা সহ সমাজে সহায় সম্বলিন মানুষদের সহায়তার জন্য রামকুমার খৈতান চেরিটেবল ট্রাস্ট উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
মাড়োয়ারি যুব মঞ্চর রানীগঞ্জ শাখা ও রামকুমার খৈতান ট্রাস্টের পক্ষ থেকে কৃত্রিম হাত ও পা প্রদানের উদ্যোগ ASANSOL EXPRESS NEWS
