BAPPA BANERJEE আসাসনোল :বর্ষা আসলেও পর্যাপ্ত বৃষ্টির অভাবে পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায় কৃষি কাজ থমকে গেছে, ক্যানেলে জল না থাকার কারণে ধানের চারা রোপণ করা যাচ্ছে না ফলে মাথায় হাত চাষীদের। পশ্চিম বাংলার সরকার চাষীদের এই দূরবস্থার কথা চিন্তা করে ডিডিআরসি র কাছে ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার আবেদন করেছেন সেই আবেদনের ভিত্তিতে ডিভিসি কতৃর্পক্ষ আগামী ২২ শে জুলাই থেকে পাঁচ থেকে ছয়দিন ধীরে ধীরে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডিভিসির আধিকারিক এ কে দূবে জানান পশ্চিম বাংলার সরকার ডিডিআরসির কাছে জলাধার থেকে জল ছাড়ার আবেদন করাতে ডিভিসি কমিটির সদস্য হবার কারণে সিদ্ধান্ত নিয়েছেন কৃষি কাজের জন্য আগামী ২২ শে জুলাই থেকে পাঁচ থেকে ছয়দিন ধীরে ধীরে ৭০ হাজার একর ফীট জল পাঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়া হবে। তিনি জানান প্রাকৃতিক কারণে কখনো বন্যা এবং কখনো খরা হয় জলাধারের জল বেশি হয়ে গেলে জল ছাড়তে হয় আবার খরার সময় জলের সমস্যা মেটানোর জন্য জলাধার থেকে জল ছাড়তে হয়।
কৃষি কাজের জন্য ২২ তারিখ থেকে পাঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়া হবে ASANSOL EXPRESS NEWS
