BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের শিল্পপতিদের চাহিদা অনুসারে এবার এলাকারই দুই প্রান্তে প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে দুটি উচ্চ বাতিস্তম্ভ লাগানোর উদ্যোগ নিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। শনিবার যার প্রারম্ভিক পর্বে দুটি বাতিস্তম্ভের স্থান নির্দিষ্ট করে সেই স্থানে শিলার নাস পর্ব ছাড়লেন চেয়ারম্যানের সাথেই শিল্প তালুকের বহু শিল্পপতি ও অসাধারণ মানুষজন। স্থানীয় এলাকার শিল্পপতিরা এদিনের দীর্ঘ একটি সমস্যা উপস্থাপন করেন পথবাতি চুরি হয়ে যাওয়া বা না জলার বিষয়টি আর সেই বিষয় শুনেই বিধায়ক তথা চেয়ারম্যান অবিলম্বে তা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেবেন বলেই জানান। এর পাশাপাশি ওই এলাকায় দুটি ওভারহেড জলের ট্যাঙ্ক বসানোরও উদ্যোগ নেওয়া হবে ওই এলাকায় কর্মরত শ্রমিকদের তিস্তা নিবারণের জন্য যা আগামীতে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তাপস বাবু।মঙ্গলপুর ডেভেলপমেন্ট অথরিটি সদস্য ও শিল্পপতি রহিত খৈতান জানান আমদের দীর্ঘদিনের হৃদয় ছিল মঙ্গলপুর শিল্প তালুকের রাস্তার ধারে দুটি মাক্স লাইটের এবং সেটি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস বাবুকে জানানো হয় তা শুনে তড়িঘড়ি এই এলাকায় দুটি ম্যাক্স লাইটের শিলান্যাস করেন । খুব দ্রুত এই শিল্প তালুক এলাকায় রাস্তার ধারে আলোকিত হবে ।তার জন্য আড্ডার এর চেয়ারম্যান কে ধন্যবাদ জানাই ।আমাদের কর্তব্য রক্ষণাবেক্ষনে যাতে কোনরকম ত্রুটি না হয় সে দিকে নজর রাখা হবে।
রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে ১৫ লক্ষ টাকা ব্যয় করে আড্ডা পক্ষ থেকে দুটি উচ্চ বাতিস্তম্ভ লাগানোর উদ্যোগ
