BAPPA BANERJEE রানীগঞ্জ :কিছুদিন আগেই রানীগঞ্জের ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে টোটো চালানো নিয়ে বেশ কিছু বিধি-নিষেধ শর্ত আরোপ করেছিল প্রশাসন,কিন্তু সেই সকল বিধি নিষেধ গুলি অনেকেই না মানায়,আরো এক দফায় টোটো চালকদের থেকে শুরু করে আম যানবাহনের চালকদের সতর্ক করলো ট্রাফিক পুলিশ গার্ডের ওসি চিত্রতোষ মন্ডল এর সাথে রানীগঞ্জ থানার পুলিশ। প্রশাসনের নির্দেশ রানীগঞ্জ শহরের তারবাংলা থেকে সমস্ত গাড়ি বাজারের দিকে ঢুকতে পারলেও বাজার থেকে তার বাংলা রাস্তা হয়ে সাইকেল ও বাইক ছাড়া কোন গাড়ি সে পথ দিয়ে যেতে পারবে না। সে বিষয়টি আরো একবার মাইকিং করে জানানো হলো রানীগঞ্জ বাজারে। একই সাথে রানীগঞ্জ বাজারকে সংকীর্ণ করে তোলার মূলে যারা রয়েছে সেই সকল বিক্রেতা ও ফুটপাতে বসা দোকানিদের যাতে ফুটপাত দখল করে কেউ দোকানদানি না করে, তা নিয়ে ও কড়া হুঁশিয়ারি দিলেন পুলিশ প্রশাসন। এদিন বেশ কিছু দোকানদার ফুটপাতে দখল করে দোকান করায় তাদের সরিয়ে দিলেন পুলিশ। প্রশাসনের এই ব্যবস্থা দীর্ঘস্থায়ী হলে রানীগঞ্জের যানজট অনেকটাই কমবে বলেই আশা প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল।
রানীগঞ্জ যানজট মুক্ত করতে রাস্তায় নামলো ট্রাফিক পুলিশ ASANSOL EXPRESS NEWS
