রানীগঞ্জের জেমেরী গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার ১৪ দফা ডেপুটেশন সামিল বাম সংগঠন ASANSOL EXPRESS NEWS

BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের জেমেরী গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল বাম সংগঠন। এদিন সারা ভারত খেতমজুর ইউনিয়ন যুব সংগঠন ডিওয়াইএফআই ও কৃষক সভার পক্ষ থেকে মঙ্গলবার জেমেরি গ্রাম এলাকা থেকে বিভিন্ন ব্যানার পোস্টটার নিয়ে মিছিল করে বাজার এলাকার বিস্তীর্ণ অংশে তাদের দাবি-দাওয়া গুলি জনসমক্ষে তুলে ধরলেন বিক্ষোভকারীরা পরে তারা পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে তাদের ১৪ দফা দাবি দাওয়া পঞ্চায়েত প্রধান শিল্পী মাজির হাতে তুলে দেন। তাদের দাবিদাওয়া গুলির মধ্যে অন্যতম হল একশ দিনের কাজকে ২০০ দিন করার দাবি, সমস্ত মানুষকে জব কার্ড প্রদান, অবিলম্বে বকেয়া প্রদান, সকলকে রেশন কার্ড প্রদান, নিত্য প্রয়োজনীয় সামগ্রী রেশনের দ্বারা প্রদান, বিভিন্ন ভাতা অবিলম্বে প্রদান, বেশ কয়েকটি স্থানে জলের সমস্যা রয়েছে তা সমাধান ড্রেন পুকুর ও রাস্তা সংস্কার প্রমুখ। যেদিন প্রধান জানিয়েছেন তার আওতায় যে সকল সুবিধা রয়েছে তা তিনি পূরণের চেষ্টা করবেন। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, পূর্ণদাস ব্যানার্জি, সাগর ব্যানার্জি, অনুপম চ্যাটার্জী মঙ্গল হেমব্রম প্রমুখ কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!