BAPPA BANERJEE আসানসোল :কুলটি বিজেপি মন্ডল 3এর উদ্যোগে চোর ধরো জেল ভর এই স্লোগান তুলে বিজেপি পার্টি অফিস থেকে নিয়ামতপুর বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে নিয়ামতপুর নিউ রোড মোড়ে পথ অবরোধ করলো কুলটির বিজেপি সমর্থক সহ জেলার নেতৃত্বরা তাদের দাবি টেট কেলেঙ্কারি তে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরো যেসব কেলেঙ্কারিতে মন্ত্রী ও আরো নেতৃত্ব যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। দিলীপ দে, এলাকার বিধায়ক অজয় পোদ্দার জেলার যুব সাধারণ সম্পাদক অমিত গড়াই সহ একাধিক জেলা নেতৃত্বরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা নিয়ামতপুর মোড়ে প্রায় মিনিট কুড়ি পথ অবরোধ করে পরে কুলটি থানার নেয়াম্মতপুর ফাঁড়ির পুলিশ এসে পথ তুলে দেয় তবে জেলা সভাপতি দিলীপ দে জানান এলাকার বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটকের ঘরেও তল্লাশি চালানো উচিত এছাড়া রাজ্যের বিভিন্ন নেতার ঘরেও এরকম তল্লাশি করলে পার্থর মতো অনেক টাকা উদ্ধার করা যাবে
কুলটি বিজেপি মন্ডল 3এর উদ্যোগে চোর ধরো জেল ভর এই স্লোগান তুলে পথ অবরোধ ASANSOL EXPRESS NEWS
