BAPPA BANERJEE রানীগঞ্জ :দীর্ঘ একটা সময় ধরে রানীগঞ্জের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত মহাবীর কোলিয়ারির খোলা মুখ খনি যা বন্ধ হয়ে রয়েছে বর্তমানে সেই খনি এবার পরিদর্শনে এলেন মিনিস্ট্রি অফ কোল মাইনসের আইএএস এসিস্ট্যান্ট সেক্রেটারি অবোধ সিংহল। এদিন তিনি মহাবীর ওসিপির কখন শুরু হয় ও শেষ কখন হয় সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেন, প্রাক্তন কর্মী যারা রয়েছেন তাদের সার্বিক অবস্থার বিষয় জিজ্ঞাসা করলেন, স্থানীয় এলাকাবাসীর সমস্যার কথা জানেন, পাশাপাশি আশেপাশের দোকানিদের দোকানদানি কেমন চলছে সে প্রসঙ্গে খোঁজ নেওয়ার সাথেই, খনিতে কর্মরত কিছু স্থায়ী অস্থায়ী খনি কর্মী যারা রয়েছেন তারা কাজ কিরূপভাবে করছেন তা নিয়েও আলোচনা করেন তিনি। জানা গেছে সার্বিক এই বিষয়গুলি সংগ্রহ করে আগামীতে এই সকল এলাকায় কয়লা শিল্পকে যাতে আবার নতুনভাবে পুনরুজ্জীবিত করা যায় তা নিয়ে উদ্যোগ নেওয়া হবে কয়লা মন্ত্রকে তরফে যা নিয়েই এই বিশেষ পরিদর্শন বলেই আশা প্রকাশ করেছেন খনি আধিকারিকেরা।
মহাবীর কোলিয়ারির খোলা মুখ খনি যা বন্ধ থাকা পরিদর্শনে এলেন মিনিস্ট্রি অফ কোল মাইনসের আইএএস এসিস্ট্যান্ট সেক্রেটারি অবোধ সিংহল ASANSOL EXPRESS NEWS
