BAPPA BANERJEE রানীগঞ্জ :মাড়োয়াড়ি যুব মঞ্চের রানীগঞ্জ শাখা ও রামকুমার খৈতান ট্রাস্ট এর পক্ষ থেকে তিন দিবসীয় কৃত্রিমঅঙ্গ প্রতিস্থাপন ক্যাম্পের সূচনা হল মঙ্গলবার। এই প্রথম দফায় তারা খনি অঞ্চল রানীগঞ্জের বিস্তীর্ণ অংশ ছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া ও খনি এলাকার জামুড়িয়া, হরিপুর, পাণ্ডবেশ্বর, আসানসোল থেকে আসা প্রায় ২০০ জন অসহায় মানুষের কৃত্রিম অঙ্গ প্রদানের জন্য প্রাথমিক পর্যায়ে তাদের কৃত্রিম অঙ্গের মাপঝোপ সংগ্রহের কাজ শুরু করলেন। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হন মাড়োয়াড়ি যুব মঞ্চের রাষ্ট্রীয় অধ্যক্ষ কপিল লাখটিয়া।
তিনি এদিন জানান সারা ভারতের তাদের ৭৮৮টি শাখা রয়েছে, এই সকল শাখার মাধ্যমে তারা ভারতের বিভিন্ন অংশে সেবামূলক কাজে ব্রতী থাকেন। ইতিমধ্যেই রানীগঞ্জে ক্যান্সার ডিটেকশন থেকে শুরু করে করোনা কালে অসহায় মানুষের সহায়তা ও রক্তদান, বৃক্ষরোপণ, পরিশুদ্ধ পানীয় জল প্রদানের উদ্যোগ সহ নানাবিধ কাজ করে মানুষের সহায়তার উদ্যোগ নিয়েছেন। সেই সংস্থার সদস্যরা এবার কৃত্রিম অঙ্গ প্রদান করার উদ্যোগ নেন। এদিনের এই কর্মসূচির মাঝেই সমাজের সফল পড়ুয়াদের সম্মানিত করা হয় । আগামী দিনে তারা একুশে মার্চ এক সাইকেল যাত্রার আয়োজন করবেন যেখানে ৭৫ হাজার সদস্য সাইকেল চালিয়ে সুস্থ সমাজ গড়ার বার্তা দেবেন, বলেই জানিয়েছেন এদিনের মুখ্য অতিথি।