ছোট ব্যবসায়ীদের ব্যবসা কে সহায়তার লক্ষ্যে বেসরকারি ব্যাংক স্মল ফাইন্যান্স উদ্বোধন
রানীগঞ্জ :ছোট ব্যবসায়ীদের ব্যবসা কে সহায়তার লক্ষ্যে এবার রানীগঞ্জের পিএন মালিয়ার রোডের ডালপট্টি মোড়ে অবস্থিত একটি বেসরকারি ব্যাংক এবার বৃহৎ আকারে স্থানান্তরিত করা হলো রানীগঞ্জের পাঞ্জাবি মোড় লাগোয়া এলাকায়। স্মল ফাইন্যান্স এর এই ব্যাংকে উদ্বোধনী পর্বে হাজির হন রাণীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি অরুন ভারতীয়া, রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলর রূপেশ যাদব, ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতিষী সিং, ওয়ার্ড কাউন্সিলর শাহজাদা আনসারী প্রমুখ। এদিন ফিতে কেটে প্রদীপ প্রজনন করে ব্যাংকের শুভ উদ্বোধন পর্বে সারা হয়। এলাকায় ছোট ব্যবসায়ীরা যাতে ব্যবসা সুযোগ পায় ও গৃহিণী রাও যাতে ব্যাংকের নুতন নুতন সব সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে তা নিয়ে আলোকপাত করেন চেম্বার অব কমার্সের সভাপতি অরুন ভারতীয়া।