পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেলের পক্ষ থেকে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা কেন সেই নিয়ে শিবির
BAPPA BANERJEE রানীগঞ্জ :বৃহস্পতিবার রানীগঞ্জের ঐতিহ্যবাহী নারায়ণকুড়ি মথুরা চন্ডী মন্দির লাগোয়া কমিউনিটি হলে সম্পূর্ণ হল, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেলের পক্ষ থেকে একবার ব্যবহার করা প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে কেন নিষেধাজ্ঞা, রয়েছে সে বিষয় গুলি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে এদিন একবার ব্যবহার করা প্লাস্টিক যা 75 মাইক্রনের নিচে রয়েছে তা ব্যবহার করা কেন উচিত নয় সে সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরেন পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতি সুভদ্রা বাউরির সাথেই অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত রাজ শুক্লা ও সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিক ব্যানার্জি সহ বহু বিশিষ্ট জন। এদিনের এই কর্মসূচিতে প্লাস্টিকের ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়টি জানান দেওয়ার সাথেই এই প্লাস্টিক ব্যবহার করলে দাতা ও গ্রহিতা উভয়কেই শাস্তি পেতে হবে বলেই জানান বক্তারা। এই কর্মসূচির মাঝে এলাকারই স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে এদিন প্লাস্টিকের ব্যবহার নিয়ে স্কুল পড়ুয়ারা বিভিন্ন ছবি তুলে ধরেন তাদের ক্যানভাসে।