রানীগঞ্জ শহর জুড়ে আজ যানজটময় পরিস্থিতি সৃষ্টি মূল কারন শুধুমাত্র টোটো চলাচলের জন্যে

রানীগঞ্জ শহর জুড়ে আজ যানজটময় পরিস্থিতি সৃষ্টি মূল কারন শুধুমাত্র টোটো চলাচলের জন্যে

BAPPA BANERJEE RANIGANJ:রানীগঞ্জ শহর জুড়ে আজ যানজটময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, শুধুমাত্র টোটো চলাচলের কারণে, এমনই দাবি অভিজ্ঞ মহলের। আর সেই টোটকে নিয়ন্ত্রণের জন্য বারংবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ নানান আইন কানুন জারি করলেও সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে টোটো চলাচল। এমনই বিষয় লক্ষ্য করা যায় রানীগঞ্জ শহরের বোরো দপ্তর এলাকাতেও, সেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নো পার্কিং বোর্ড লাগানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। যেখানে টোটো চালকদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোন টোটো যেন বোরো দপ্তরের সামনে না দাঁড় করান। কিন্তু সেই নির্দেশকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে সেখানেই টোটো চালকেরা টোটো দাঁড় করিয়ে করছে যাত্রী ওঠা নাম। এবার এ বিষয়ের প্রেক্ষিতেই রানীগঞ্জের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে বিষয়টি সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আবেদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!