অস্থায়ীভাবে গড়ে ওঠা হিন্দি স্কুলে দুপুরে হঠাৎ করে ভূতের আতঙ্কে আতঙ্কিত পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা
BAPPA BANERJEE RANIGANJ :রানীগঞ্জের ঐতিহ্যবাহী কাজী নজরুল স্মৃতি বিজড়িত সিয়ারসোল রাজ হাই স্কুলের এক প্রান্তে অস্থায়ীভাবে চলতে থাকা হিন্দি মাধ্যমের ছাত্রীদের শিক্ষাদানের লক্ষ্যে অস্থায়ীভাবে গড়ে ওঠা স্কুলে, শুক্রবার দুপুরে হঠাৎ করে ভূতের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা। হঠাৎ করে এক ছাত্রী নিজেকে ভূত বলে দাবি কোরে অন্যদের মেরে ফেলার হুমকি দিয়ে খামছে ধরতে থাকলে অন্য সকল পড়ুয়ারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। এই ঘটনার খবর মুহূর্তের ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে, তা থেকে চাঞ্চল্য ছড়ায় ছাত্রীদের মধ্যে। স্কুলটিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অস্থায়ীভাবে প্রায় সাড়ে ৮০০ জন পড়ুয়া এখানে শিক্ষা গ্রহণ করে, আর সেই স্কুলেই হঠাৎ করে ভূতের আতঙ্ক ছড়িয়ে পড়ায় ছোটা ছুটি শুরু করে দেয় স্কুল চত্বরে। বেশ কয়েকজন ছাত্রী এই ঘটনায় আহত হয়। অনেক ছাত্রী নিজেদের শ্রেণীকক্ষ ছাড়ার জন্য, হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয় । এই বিষয় লক্ষ্য করেই স্কুল কর্তৃপক্ষ হঠাৎ করেই ছুটি দিয়ে দেয়। অভিভাবকেরা এই ঘটনার খবর জানতে পেরে আতঙ্কিত হয়ে ওঠেন, তারা স্কুল চত্বরে পৌঁছে কেন এরূপ ঘটনা ঘটেছে তা নিয়ে খোঁজ করে নিজেদের মেয়েদের স্কুলে পাঠাবেন না বলেই তারা দাবি করেন। এই ঘটনার পর ওই স্কুলের কোন শিক্ষকই ঘটনা প্রসঙ্গে সঠিক কোন তথ্য দিতে পারেনি যদিও। যদিও সিয়ারসোল রাজ হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলটিতে শৃঙ্খলার অভাব রয়েছে ও প্রচন্ড সংখ্যায় পড়ুয়া থাকায় পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে যা নিয়ে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন বলেই দাবি করেছেন তিনি।