কল্যাণ মণ্ডল পাণ্ডবেশ্বরের:গ্রন্থাগার এবং মহিলা ও শিশু বান্ধব কক্ষের শুভ উদ্বোধন নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে।নবগ্রাম গ্রাম পঞ্চায়েত ভবনে আজ উদ্বোধন হলো একটি নবনির্মিত পথগ্রন্থাগার ও শিশু বান্ধব কক্ষের।সেই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় , পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার তমোজিত চক্রবর্তী,জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী , পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি ,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি,নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় আনুমানিক ২,৫৫,০০০ টাকা গ্রন্থাগারের খরচ এবং তিন লক্ষ ঊনপঞ্চাশ হাজার টাকার শিশুবান্ধব কক্ষের খরচ হয়েছে বলে জানা যায়।পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পশ্চিম বর্ধমান জেলার প্রায় ৬২ টি গ্রাম পঞ্চায়েতে এভাবেই পথ গ্রন্থাগার তৈরি করা হয়েছে। যা সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবে বলে জানান তিনি।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষ্টি সংস্কৃতির দিকে নজর রেখেছেন।তাই এ হেন সরকারের পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানান তিনি ।এবং নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কাজেই মহিলারা আসতেন এবং তারা বাচ্চাদের দুগ্ধপানে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতেন তাই এই মহিলা এবং শিশু বান্ধব কক্ষটির তৈরির পরিকল্পনা করে রূপায়িত করা হল।