সই নকল করে রূপনারায়নপুর স্টেট ব্যাক থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণায় ধৃত এক ব্যাক্তি

কাজল মিত্র : দীঘদিন বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের সই নকল করে প্রতারণা করে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক ।শনিবার সালানপুর থানার রূপনারায়নপুর স্টেট ব্যাংক এর শাখায় সই নকল করে টাকা তুলতে গিয়েছিল এক ব্যাক্তি ।জানাগেছে ওই ব্যক্তির নাম মনোরঞ্জন নায়েক।
ঘটনার সম্পর্কে জানাজায় শনিবার সকাল 11 টা নাগাদ রূপনারায়নপুর স্টেট ব্যাংক শাখায় ওই ব্যক্তি অন্য একজনের পাশবই এ নিজের ছবি সটিয়ে ব্যাংকে এসেছিল টাকা তুলতে ।প্রায় 40 হাজার টাকা তুলেও নিয়েছিল ওই ব্যক্তি কিন্তু পরে ব্যাংকের কর্মী লক্ষ করে ব্যাংকের পাসবুক এর নামে এর সাথে ছবির মিল নেই এরপরেই টাকা হাতে দেওয়ার আগেই তাকে ব্যাংক ম্যানেজার এর কাছে যাওয়ার জন্যে বলেন কিন্তু ওই ব্যক্তি বুঝতে পেরে সুযোগ বুঝে ব্যাংক থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ব্যাংক কর্মী ও ব্যাংকে কর্মরত থাকা দুই সিপিভিএফ এস কে আবুবক্কর ও শেখ সুলতান ছুটে গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে ।তারপর রূপনারায়নপুর পুলিশ এর হাতে তুলে দেওয়া হয় ।
ব্যাংক ম্যানেজার এর তরফে জানাজায় যে ওই ব্যক্তি মনোরঞ্জন নায়েক দীঘদিন ধরে ব্যাঙ্ক প্রতারণার করত ।এর আগেও চিত্তরঞ্জন পানুড়িয়া ,ভাতার ,সহ বিভিন্ন এলাকায় এভাবেই ব্যাংক থেকে টাকা তুলত বলে জানা গেছে ।তবে তার সাথে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!