BAPPA BANERJEE আসানসোল :চলন্ত ট্রেনে এক বাচ্চার জন্ম দিলেন এক মহিলা। আসানসোল স্টেশন পৌঁছাতে ওই মহিলা সহ বাচ্চাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় জম্বু তাওয়াই থেকে কলকাতার উদ্দেশ্যে আসা ট্রেনে উত্তরপ্রদেশের নিজের বাপের বাড়ি থেকে ঊষা যাদব নামের এক গর্ভবতী মহিলা দুই বাচ্চাকে নিয়ে যাত্রা করছিলেন ট্রেনটি ধানবাদ স্টেশন পৌঁছাতে ওই গর্ভবতী মহিলার লেবার পেন শুরু হয় ট্রেনে ঢাকা যাত্রীরা সহযোগিতা করেন হঠাৎ ওই চলন্ত ট্রেনে বাচ্চার জন্ম দেয় ওই মহিলা খবর পাই ট্রেনে থাকা কর্মরত টিটি তিনি তড়িঘড়ি কুমারডুবি থেকে আসানসোল কন্ট্রোল রুমে খবর দেন সাথে সাথে আরপিএফ ইন্সপেক্টর শুভ্রা দে নিজের দলবল নিয়ে ওই ট্রেনে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতাল পাঠায়
চলন্ত ট্রেনে এক বাচ্চার জন্ম দিলেন এক মহিলা ASANSOL EXPRESS NEWS
