নিয়মিত ক্লাস করার দাবিতে একাদশ শ্রেণীর ছাত্ররা স্কুল চত্বরে বিক্ষোভ
BAPPA BANERJEE রানীগঞ্জ :রানীগঞ্জের হিন্দি মাধ্যম উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে ছাত্র বিক্ষোভের ঘটনায় উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল শনিবার।এদিন একাদশ শ্রেণীর বেশ কিছু পড়ুয়া দাবি করে তাদের নিয়মিত ক্লাস নিতে হবে। এই দাবিতে তারা স্কুল চত্বরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে, পরে স্কুলের প্রধান শিক্ষক অশোক বর্মা ও সহশিক্ষকেরা বিক্ষোভরত ছাত্রদের কাছে পৌঁছে শিক্ষকের অভাবে এরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দিয়ে তারা বলেন আগামীতে শিক্ষক সংখ্যা বাড়লে, নিয়মিত ক্লাস করানোর উদ্যোগ নেবেন তারা, এই বলেই আশ্বস্ত করেন ছাত্রদের। উল্লেখ্য বর্তমানে এই স্কুলে ১৩০৬ জন পড়ুয়া রয়েছে, যাদের পড়াতে মাত্র বারো জন শিক্ষক শিক্ষকতা করেন। তার মধ্যেই এবার উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণীতে ২২৪ জন পড়ুয়া কলা বিভাগে ভর্তি হওয়ায় সমস্যা আরও বেড়েছে। তাই স্কুলের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের পৃথকভাবে তিন দিন, করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা মানতে নারাজ পড়ুয়ারা। প্রধান শিক্ষক জানিয়েছেন ছয় বছর ধরে শিক্ষক নিয়োগের জন্য আরজি জানিয়েও মেলেনি শিক্ষক অথচ স্কুলে দশ জন শিক্ষকের প্রয়োজন রয়েছে বর্তমানে যা নিয়ে এত উত্তেজনা। বেশ কিছু নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক জানান পড়ুয়াদের অনেকেই অশালীন হয়ে পড়েছে, অনুশাসন মানছে না তারা, যা শিক্ষকের অভাবেই হচ্ছে