BAPPA BANERJEE রানীগঞ্জ :আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ও রানীগঞ্জ থানার উদ্যোগে। দুই স্বেচ্ছাসেবী সংস্থা জেসিআই ও নেসলে ইন্ডিয়ার সহযোগিতায় শনিবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত এক প্রেক্ষাগৃহে করোনা মহামারীর পরবর্তীকালে অসহায় দুঃস্থ মানুষদের সহায়তার লক্ষ্যে এক মাসের রেশন সামগ্রী প্রদান করা হল। যেখানে এদিন হারিয়ে যাওয়া ২৮ টি মোবাইলের মালিকদের উদ্ধার করা ফোনগুলি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সমস্ত এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, ডিসিপি সেন্ট্রাল ডক্টর কুলদীপ সুরেস, ডিসি ট্রাফিক আইপিএস আনন্দ রায়, এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি প্রমূখ। এদিন প্রায় ১২৫ জন অসহায় মানুষকে এক মাসের চাল, ডাল, মশলা, তেল, চিনি, নুন প্রদান করার উদ্যোগ নেওয়া হয়।
ADCP পক্ষ থেকে দুঃস্থ মানুষদের এক মাসের রেশন ও ২৮টি চুরি যাওয়া মোবাইল তুলে দিলেন মালিকদের হাতে
