কল্যাণ মণ্ডল পান্ডবেশ্বর :অন্ডালের বহুলা কোলিয়ারির নর্থ জামবাদ ইউনিটে আগুন। আতঙ্কে শ্রমিকরা, ঘটনাস্থলে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ঘটনাটি শুক্রবার অন্যান্য দিনের মতো খনিগর্ভে কাজ করছিলেন শ্রমিকরা ।কাজ চলাকালীন কর্মরত শ্রমিকরা হঠাৎ ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পান ।আতঙ্কিত শ্রমিকরা তৎক্ষণাৎ আধিকারিকদের খবর দেন এবং নিরাপত্তার স্বার্থে ৭০ জন শ্রমিকের উদ্ধারকার্য শুরু হয়। ঘটনার সূত্রে জানা যায় খনিগর্ভে দুটি কোলিয়ারির সংযোগস্থলে পরিত্যক্ত ইউনিটে আগুন লাগে বেশ কয়েক দিন আগে । আগুন যাতে অন্যত্র না ছড়ায় সেজন্য আগুন লাগার পর ইসিএল আধিকারিকরা সেই জায়গাটি ইটের দেওয়াল দিয়ে স্টপিং করে দেন ।কিন্তু সে স্টপিং এর দেওয়াল দিয়েই হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায় শুক্রবার । প্রায় দশ বছর আগে ওই জায়গাটিকে কয়লা খনন করা হয়েছে, বর্তমানে খনিগর্ভে ওই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।তিনি আজ ইসিএল আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং যাতে দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে আসে এবং এবং দ্রুত কোলিয়ারির কাজকর্ম স্বাভাবিক হওয়ার আশ্বাস দেন। বিধায়ক জানান , ecl কর্তৃপক্ষ দ্রুত নাইট্রোজেন ব্যবস্থা করছে এবং সেই নাইট্রোজেনের সুদৃঢ় করা হয় এবং প্রশাসন এবং ecl কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় অতি দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী তিনি।
অন্ডালের বহুলা কোলিয়ারির নর্থ জামবাদ ইউনিটে আগুন ঘটনাস্থলে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী
