কল্যাণ মণ্ডল আসানসোল :কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আসানসোল সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির। রবিবার আসানসোল কোর্ট মোড়ে অনুষ্ঠিত হল এই রক্তদান শিবির ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।মূলত এই রক্তদান শিবিরে মোট চল্লিশ জন এক্স সার্ভিসম্যান রক্তদান করেন ।গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে পশ্চিম বর্ধমানে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির চলছে ।তাই ২৬জুলাই কার্গিল বিজয় দিবস উপলক্ষে এ হেন রক্তদান শিবিরের আয়োজন করেন আসানসোল ex – সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,যারা দেশকে নিজের জীবন বাজি রেখে সার্ভিস দিয়ে এসেছেন , তাদের এ হেন রক্তদান শিবিরের উদ্যোগকে সাধুবাদ জানাই । এবং আমি চাই পশ্চিম বর্ধমানের Ex-সার্ভিসম্যানদের সকলের উদ্যোগে একটা রেসকিউ টিম বানাব যেটা পশ্চিম বর্ধমানের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে আসানসোল সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির
