BAPPA NBANERJEE রানীগঞ্জ : জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন তিনি পুলিশ কন্ট্রোল করেন কিন্তু এখন দেখা যাচ্ছে বড় বড় তোলাবাজ দুর্নীতিবাজ চোরদেরও কন্ট্রোল করছেন। দাঙ্গাবাজ আর ধান্দাবাজদের যারা মেলাতে পারেন তার নাম তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বল্লভপুরের আশেপাশের অঞ্চলের বহু মানুষ জনের সামনে এমনি দাবি সায়নদীপ মিত্র ।
সিপিআইএম রানীগঞ্জ এরিয়া কমিটির ডাকে বল্লভপুর ও বাঁশড়ায় সমাবেশে এমনি কথা বলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র এই জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা হেমন্ত প্রভাকর সবার সভাপতি তো করেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত
রবিবার বল্লভপুর সাহেবগঞ্জ মোড়ে সায়নদীপ মিত্র অভিযোগ করেন রাজ্য জুড়ে চাকরির নিয়োগে লাগামহীন দুর্নীতি প্রকাশ পাওয়াই প্রমাণিত হচ্ছে তৃণমূল তোলাবাজ, কয়লা পাচার, বালি পাচার করে লুটের সরকার চালায়। রাজ্যের পঞ্চায়েত গুলোতে জনগণের টাকা লুট হচ্ছে সেই লুটের ৭৫ শতাংশ টাকা পৌঁছে যাচ্ছে কালীঘাটে। তৃণমূল দুর্নীতিকে বৈধতা দিয়ে আসছে,বলেই দাবি করেন। তিনি উদ্বেগের সঙ্গে জানান বামফ্রন্টের সময় গ্রামের চেহারাকে বদলে দিতে অর্থনীতি চাঙ্গা করতে পঞ্চায়েতগুলো দৃষ্টান্ত স্থাপন করেছিল এখন চাকরি নেই কলকারখানা বন্ধ হচ্ছে কৃষকেরা ফসলের দাম পাচ্ছে না। রাজ্যের আইন-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বামফ্রন্টের আমলে তৃণমূল কর্মীরা যতটা নিরাপদ ছিল তৃণমূলের আমলে তৃণমূল কর্মীরাও ততখানি নিরাপদ নেই। তৃণমূল তৃণমূলকে খুন করেছে বিজেপির শাসনকালে দিন দিন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে নীরবে সম্মতি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির জনবিরোধী নীতি নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে। রেল, জাহাজ, বিমানবন্দর এলআইসি বিক্রি করছে এর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনও শুরু হয়েছে এই দুই সরকারের বিরুদ্ধে একমাত্র বিকল্প হচ্ছে লাল ঝাণ্ডা। রুটি রুজি জীবন জীবিকার ভিত্তিতে গরিব মেহনতী মানুষের ঐক্য গড়ে তুলে তৃণমূল বিজেপির জনবিরোধী নীতিকে প্রতিহত করতে হবে দাবি জানালো সায়নদ্বীপ