রাজ্য মন্ত্রিসভার রদবদলে কিছু নতুন মন্ত্রীর মুখ এবং যারা মন্ত্রী থেকে বাদ পড়বেন তাদের পার্টির কাজে লাগানো হবে

নবান্ন :রাজ্য মন্ত্রিসভার রদবদলে নতুন মন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়, তাপস রায় এবং পার্থ ভৌমিক। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেন, আগামী বুধবার ওই রদবদল হবে। চার-পাঁচ জনকে দলের কাজে লাগানো হবে। অন্য চার-পাঁচ জনকে মন্ত্রিসভায় আনা হবে। তার পর থেকেই কারা নতুন আসবেন এবং কারা বাদ পড়বেন, তা নিয়ে শাসক শিবিরের অন্দরে জল্পনা শুরু হয়ে গিয়েছে।সোমবার দুপুরে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মমতা জানিয়ে দেন, মন্ত্রিসভার রদবদল হচ্ছে। বুধবার একটি ‘ছোট রদবদল (রিশাফ্‌ল)’ করবেন তিনি। সেখানেই ফাঁকা দফতরগুলির দায়িত্ব বণ্টন করা হবে। একই সঙ্গে মমতা জানান, কয়েক জন মন্ত্রীকে দলের কাজে লাগানো হবে। অর্থাৎ, ওই মন্ত্রীদের মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। তাঁরা আর মন্ত্রিসভায় থাকবেন না।তৃণমূল সূত্রের খবর, মন্ত্রিসভায় রদবদলের মাধ্যমে মুখ্যমন্ত্রী সামগ্রিক ভাবে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতিরই আরোপ করতে চাইছেন। অর্থাৎ, যাঁরা দলের কাজ করবেন, তাঁরা সরকারের থাকবেন না। আবার যাঁরা সরকারে মন্ত্রী হিসেবে কাজ করবেন, তাঁরা দলের সাংগঠনিক কাজে থাকবেন না। প্রসঙ্গত, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই নীতি প্রণয়নের কথা বলেছিলেন। সেই অনুযায়ীই এখন পদক্ষেপ করা হচ্ছে বলে মনে করছেন শাসক শিবিরের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!