কাজল মিত্র :-আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ে চেলিডাঙ্গার কাছে বাসের ধাক্কায় পথ চলতি এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল।জানাজায় এমডি সালাউদ্দিন নামক বয়স 27 এর একযুবক আসানসোল রেলপার জাহাঙ্গীর মহল্লা এর বাসিন্দা
সকাল সাড়ে চারটার সময় হেটে আসছিল ঠিক তখন
চেলিডাঙ্গার কাছে একটি মিনিবাস পেছন থেকে সজোরে ধাক্কা মারে যার ফলে ওই যুবক ঘটনাস্থলে গুরুতর আহত হয় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ।
তবে এই ঘটনার প্রতিবাদে এলাকার মানুষেরা হটন রোড মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থেকে। তাদের দাবি অবিলম্বে বাসের চালককে গ্রেফতার করতে হবে এবং মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।স্থানীয় এক বাসিন্দা জানায় মৃত যুবক ফেরির কাজ করত পরিবারে খুব গরিব ,তাই বাস এসোসিয়েশনের রাজু আলুয়ালিয়ার কাছেও জানিয়েছেন যাতে ওই বাস চালককে আটক করে এবং পরিবারের ক্ষতিপূরণ দেয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছায়।পরে পুলিশের আশ্বাসে ঘন্টা খানেক পর অবরোধ উঠে যায়।
বাসের ধাক্কায় পথ চলতি এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা
