BAPPA BANERJEE রানীগঞ্জ :দুর্গাপূজোর আর হাতে গোনা কয়েকটা দিন দেরি, তার আগেই খনি শহরে জোর কদমে চলছে খুঁটি পুজো । এবার রাণীগঞ্জের চাপুই সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে খুঁটিপূজো অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে, নারকেল ফাটিয়ে মণ্ডপের মাঝে খুঁটি পুঁতে পূজোর সূচনা করলেন সাত গ্রাম এরিয়ার চাপুই খাস কোলিয়ারির কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় এলাকার বিশিষ্ট জনেরা। একই সাথে এদিন তারা প্যান্ডেল কি রূপভাবে গড়ে তোলা হবে তার রুপরেখা তৈরি করলেন । গ্রামাঞ্চলের মাঝেই এই পুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ থাকে প্রতিবছরই, বিগত দু’বছর করোনা কালে নমো নম করে পুজো সারা হলেও এবার পুজোয় রয়েছে নতুন মাত্রা, আমেরিকার হোয়াইট হাউসের আদলে গড়ে তোলা হচ্ছে পুজোর মন্ডপ, সোমবার থেকেই যার মন্ডপ তৈরির কাজ শুরু করলেন উদ্যোক্তারা। এবার থাকছে চন্দননগরের ডিজিটাল লাইট যা নজর করবে দর্শকদের বলেই দাবি উদ্যোক্তাদের। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হন পুজো কমিটির সভাপতি তথা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া। তিনি জানিয়েছেন পূজোর কয়েকটা দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে পূজা মন্ডপে, যাকে ঘিরে এলাকার বাসিন্দাদের মনে রয়েছে দারুন উচ্ছ্বাস। এবারে তাদের পুজোর বাজেট ছয় লক্ষ টাকা বলে জানিয়েছেন তারা।
রাণীগঞ্জের চাপুই সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা ASANSOL EXPRESS NEWS
