BAPPA BANERJEE রানীগঞ্জ :সোমবার সপ্তাহের শুরুতেই হঠাৎ করে আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া গ্রাম প্রাথমিক বিদ্যালয় এর পরিদর্শন করতে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও সমষ্টি উন্নয়ন দপ্তরের বাস্তুকার। তারাই এদিন স্কুল পড়ুয়াদের ঠিকঠাক ভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে মিড ডে মিলের রান্নাঘরে পৌঁছে যান, খাবারের গুণগত মান পরীক্ষা করতে গিয়ে হতচকিত হয়ে পড়েন তারা। দেখেন পড়ুয়াদের যে ডাল পরিবেশন করা হচ্ছে তাতে ডাল নামমাত্র থাকলেও নুন হলুদ দিয়ে কোনরকম ডালের অভাব পূরণ করছেন তারা। একইভাবে যে ভাত তাদের খেতে দেওয়া হয়েছে তাও নিম্নমানের অপুষ্টিকর যা একেবারে মুখে দেওয়া যায় না বলেই দাবি করলেন সভাপতি, এরপরই তারা ছাত্র-ছাত্রীদের খাওয়া-দাওয়া ও পঠন পাঠন নিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। সেখানে বেশ কিছু পড়ুয়া বিনা ইউনিফ্রমে থাকায় তাদের পোশাক কেন নেই ? সেই বিষয়গুলি জানতে চেয়ে প্রশ্ন করে, সভাপতি ধমক দেন স্কুল পরিচালকদের। এ প্রসঙ্গে সভাপতি জানান স্কুল পড়ুয়াদের প্রতি কোন খেয়ালে রাখে না স্কুল কর্তৃপক্ষ, যা নিয়ে তিনি এস আই এর সঙ্গে কথা বলবেন। একইভাবে দিন সমষ্টি উন্নয়ন দপ্তরের বাস্তুকার স্কুলটির নির্মাণের বহু ত্রুটি লক্ষ্য করে জানিয়েছেন, ঠিক সংস্থা যারা রয়েছে তারা সঠিক ভাবে কাজকর্ম করেনি বলেই জানান সভাপতিকে। জানা গেছে এই প্রথম এভাবে স্কুল পরিদর্শণ নয় এরপর আগামীতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্কুল গুলি কিভাবে চলছে তা নিয়েও তিনি খোঁজ তল্লাশি করবেন বলে জানিয়েছেন।
হটাৎ করে প্রাধমিক স্কুল পরিদর্শনে রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ASANSOL EXPRESS NEWS
