সিআইডির হাতে ধৃত দিল্লীর কয়লা কারবারিকে তোলা হল আসানসোল আদালতে
আসানসোল : কয়লা কারবারে যুক্ত দিল্লির ব্যবসায়ীকে এবার তোলা হল আসানসোল সিজিএম আদালতে। মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ কয়লা কারবারী সঞ্জয় মালিককে কলকাতা থেকে আসানসোলে আনেন সিআইডি আধিকারিকরা। এদিন সিআইডি আইনজীবী সঞ্জয় মালিককে ১২ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন বিচারকের কাছে।
এই প্রথম কয়লাপাচার কাণ্ডে গ্রেফতার হল ভিন রাজ্যের ব্যবসায়ী ।bসঞ্জয় মালিক নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে সিআইডি।
সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে দিন কয়েক আগেই অবদুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি গোয়েন্দারা। কলকাতা এয়ারপোর্ট থানা থেকে গ্রেপ্তার হওয়া বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। দিল্লির প্রতাপপুরের বাসিন্দা সঞ্জয় মালিককে হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে গ্রেফতার করে সিআইডি গোয়েন্দারা।
সূত্রের খবর, বারিক বিশ্বাস গ্রেফতার হওয়ার পরই দিল্লির বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় মালিক গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন।। গ্রেফতারির পর তিন দিনের ট্রানজিট রিমান্ডে সঞ্জয় মালিককে গতকাল কলকাতায় নিয়ে আসা হয়।।
আজ আসানসোল আদালতে তোলা হল।
গোয়েন্দা সূত্রে খবর, আসানসোল খনি এলাকার বিভিন্ন খনি থেকে অবৈধ ভাবে কয়লা পাচারের সঙ্গে যোগ আছে ওই ব্যবসায়ীর ।।