BAPPA BANERJEE :কয়লা খনির মাইন্স সুপারভাইজার সংগঠন ইনমোসার পক্ষ থেকে মঙ্গলবার কুনুস্তরিয়া এরিয়ার নবাগত মাইনিং সর্দার পদে বহাল কর্মীদের সম্বর্ধনা ও পরিচয় পর্ব কর্মসূচি সম্পন্ন হল বাঁশড়ার কোলিয়ারির কোঅপারেটিভ অফিসের অধিবেশন কক্ষে। এই দিনের এই সভায় বিশেষভাবে উপস্থিত হন কুনুস্তরিয়া এরিয়ার মহাপ্রবন্ধক অনিল কুমার সিনহা ও বিভিন্ন গ্রুপ অফ মাইন্স এর থেকে আগত এজেন্ট ও ইনমোসার সাধারণ সম্পাদক পূর্ণানন্দ মিশ্রা, ও ইসিএল এর বিভাগীয় সম্পাদক সুখেন রায় চৌধুরী, এরিয়া সম্পাদক মনোজ কুমার সিনহা প্রমূখ। এদিনের এই কর্মসূচিতে সকলে মিলে কিভাবে সুরক্ষার সাথে উৎপাদন বৃদ্ধি করা যায় সে সম্পর্কে নিজেদের মতামত তুলে ধরেন। উল্লেখ্য ইতিমধ্যে ইসিএল ২৫৬ জন মাইনিং সর্দার নিয়োগ করেছে যার মধ্যে এরিয়া ফোরে ৩২ জন মাইনিং সর্দার রয়েছে যাদের নিয়েই এই বৈঠক করা হলো এদিন।
ইনমোসার পক্ষ থেকে কুনুস্তরিয়া এরিয়ার নবাগত মাইনিং সর্দার পদে বহাল কর্মীদের সম্বর্ধনা ASANSOL EXPRESS NEWS
