রাজ্যে মন্ত্রী সভায় রদবদল। র মধ্যে রয়েছেন, উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী এবং সত্যজিৎ বর্মন। তাঁরা রাজ্যপাল লা গণেশনের কাছে তিন দফায় শপথ নিলেন তাঁরা। এঁদের মধ্যে বীরবাহা ও বিপ্লব স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং তাজমুল ও সত্যজিৎ প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন।বুধবার বিকেলে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথগ্রহণ। এই দফার রদবদলে শপথ নিলেন নতুন আট জন মন্ত্রী। পাশাপাশি, প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার পদমর্যাদা ও দায়িত্ব বাড়ল এই দফার রদবদলে।
রাজ্যে মন্ত্রী সভায় রদবদল নতুন আট মন্ত্রী ASANSOL EXPRESS NEWS
