সীতারামপুর থেকে ন্যাশনাল হাইওয়ে যাবার প্রধান রাস্তা এখন মৃত্যুর কারণ: নিয়ামতপুর পুলিশের নজরদারি ASANSOL EXPRESS NEWS

কাজল মিত্র:- আজ সকাল থেকে কুলটি থানার নিয়ামতপুর ফাড়ির অন্তর্গত সীতারামপুর স্টেশনের রোড হয়ে জাতীয় সড়কে যাবার রাস্তায় 20 থেকে 25টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে,যার ফলে বোকা বাবা মন্দিরের কাছে রেলওয়ে পাম্পু পুকুরের কাছে রাস্তা ঘেরাও করে মানুষ। স্থানীয়দের অভিযোগ যে
রাস্তার উপর এমন কিছু কেমিক্যাল জাতীয় পদার্থ রয়েছে যারকারণে আসাযাওয়া বাইক আরোহীরা
দুর্ঘটনার শিকার হচ্ছে ।তারা জানান যে এখানে একটি সাবান ও তেলের কারখানা রয়েছে ।যে কারখানায় এই রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, যা রেল সেতুর ওপর থেকে বিশ্বকর্মা নগর সড়ক পর্যন্ত রেল সেতুর নিচে ছড়িয়ে রয়েছে।এই রাস্তা দিয়ে যাওয়া আসা করার সময় বহু দুর্ঘটনা ঘটেছে, অনেকের পা ভেঙেছে, হাত ভেঙেছে, কেউ কেউ গুরুতর আহত হয়ে হাসপাতালে নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাড়ি পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশি নিরাপত্তায় যান চলাচল করার বাবস্থা করে। দুর্ঘটনা রোধে পুলিশের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার কে রাখা হয় যারা সড়কে দুই চাকার ও চার চাকার গাড়িতে চলাচলকারী লোকজনকে সতর্ক করা হয় ।এছাড়া
নিয়ামতপুর ফাঁড়ির এসআই উজ্জ্বল দে কিছু শ্রমিকদের নিয়ে যেখানে তরল ছিটকে পড়েছিল সেই জায়গায় ইট ভাঙ্গা দেওয়ার কাজ শুরু করেন, যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে। কীভাবে ওই তরল রাস্তায় পড়ল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!