রানীগঞ্জের সিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে যোগাসন প্রতিযোগিতার আয়োজন
রানীগঞ্জ :বৃহস্পতিবার রানীগঞ্জের সিয়ারসোল গ্রাম প্রাথমিক বিদ্যালয় রানীগঞ্জের পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন ক্লাব ও রানীগঞ্জের পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের শারীরিক গঠন ও সুস্থ শরীর দেহ মন গড়ে তোলার লক্ষ্যে এক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হল। যেখানে এদিন স্কুলের বিভিন্ন শ্রেণীর ৬০ জন পড়ুয়া ছটি বিভাগে যোগাসন প্রদর্শন করে তাক লাগালেন সকল দর্শককে। প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের ওই ক্লাব সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সকল পড়ুয়াদের পড়াশুনোর সহায়ক সামগ্রী ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। উল্লেখ্য এই স্কুলের পড়ুয়ারা ইতিমধ্যেই জিমন্যাস্টিক প্রতিযোগিতায় জেলা ও রাজ্য স্তরে সফল হয়ে পুরস্কৃত হয়েছে। সেই সফল পড়ুয়াদের মাঝে এবার যোগাসন প্রতিযোগিতার আসর বসায় খুশি সকলে।