আসানসোল পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রচারে তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায় ASANSOL EXPRESS NEWS

 

রানীগঞ্জ :আসানসোল পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা বর্তমানে কর্পোরেশনের অস্থায়ী মেয়র বিধান উপাধ্যায় উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে বেনালির ভোকেশনাল ট্রেনিং সেন্টার লাগোয়া ময়দানে এক কর্মী সভায় 12 টি বুথের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে সামিল হলেন। যেখানে তিনি তার বক্তব্য দাবি করলেন এখনো পর্যন্ত কোন নির্বাচনে তিনি পরাজিত হননি, আর এই নির্বাচনে ও তিনি জয়ী হবেন বলেই আশা প্রকাশ করে জানান সকলকে একত্রিত হয়ে নির্বাচনের বৈতরণী পার হতে হবে। তার দাবি এলাকার সামগ্রিক বিকাশ একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে। আর সেই সামগ্রিক বিকাশের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তিনি। তার দাবি বাপইতে সম্পত্তির মত আমাকে বারাবনি এলাকা সঁপে দিয়ে গেছিল আমার বাবা, আমি সেই বারাবনিকে যত্নের সঙ্গে সাজিয়ে ব্যাপক উন্নয়নের কাজ করেছি, একইভাবে ৬ নম্বর ওয়ার্ডের সমস্ত উন্নয়নের জন্য নিজের গ্রামের ছেলের মতোই সামগ্রিক উন্নয়নের কাজ করব এখানে বলেই দাবি করলেন তিনি। তার দাবি তৃণমূলের একমাত্র গ্রুপ হল মমতা ও অভিষেক ব্যানার্জি এ ছাড়া কোন গ্রুপ তৃণমূলে নেই। এই উপনির্বাচনে একজন মেয়র হয়ে দাঁড়িয়েছি যাকে জয় করানোর দায়িত্ব রয়েছে সকলের এর জন্য কেউ কোনো গ্রুপ বাজি করবেন না কারণ দল সবার খবর রাখে সর্বদাই। সেদিনের এই সবাই বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, মেয়র পরিষদ সুব্রত অধিকারী, স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগত, ব্লক সভাপতি সাধন রায়, কাউন্সিলর শেখ শানদার, ভোলা হেলা, মৃদুল চক্রবর্তী, শ্রাবণী মন্ডল, মহিলা নেত্রী রাখি কর্মকার, আব্দুল হাউস, ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় ব্যানার্জি যিনি ওই ওয়ার্ডে থেকে ইস্তফা দিয়েছেন, তাদের সকলকেই এদিনের এই সভায় বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!